প্রভাতি সংবাদ ডেস্ক:
পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। করাচির পুলিশের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার দুপুরে পাকিস্তানের করাচি শহরের শেরশাহ এলাকার পরচা চকে এ বিস্ফোরণ ঘটে। শেরশাহের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাফর আলি শাহ জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাংকের পাশের নালার কাছে বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি পেট্রলপাম্পও ছিল।
বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ভেতরে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। চলছে উদ্ধার কাজ।
পুলিশের মুখপাত্র আরও জানান, বিস্ফোরণের ঘটনাটি পরীক্ষা করে দেখার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের ডাকা হয়েছে। তাদের পরীক্ষার পরই জানা যাবে মূল কারণ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা থেকে গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটতে পারে।