প্রভাতী সংবাদ ডেস্ক:
আফিফ ও মিরাজ একদিন আগেই বিপদে পড়া বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। সপ্তম উইকেটে দুজনের অপরাজিত রেকর্ড ১৭৪ রানের জুটি অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে।
দুর্দান্ত ওই জয়ে স্বাগতিকরা এখন সিরিজ জয়ের সামনে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান
আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দলে এসেছে তিন পরিবর্তন। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।