প্রভাতি সংবাদ ডেস্ক:
ওমানের ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে লিটন-নাঈম-সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬০ রানের বড় ব্যবধানেই জয় পেয়েছে বাংলাদেশ একাদশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তুলে লিটন দাসের দল। জবাবে খেলতে নেমে১৪৭ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস।
ওমানের আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ একাদশ। ব্যাট হাতে নাঈম শেখকে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেন অধিনায়ক লিটন। ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেন ১০২ রানের জুটি।
আর আউট হওয়ার পূর্বে দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। মাত্র ৩৩ বল খেলে ৫৩ রান তুলে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। অন্যদিকে ৫৩ বলে ৬৩ রান করে রিটাইয়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার নাঈম শেখ।
পরের তিন ব্যাটসম্যান অবশ্য রান পাননি। ৮ রানে সৌম্য, শূন্যরানে মুশফিক এবং ৬ রানে আউট হন আফিফ হোসেন। ম্যাচের শেষদিকে রীতিমতো তান্ডব চালান বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। মাত্র ১৫ বলে সাত ছয়ে ৪৯ রান তুলে অপরাজিত থাকেন। আর শামীম পাটোয়ারি অপরাজিত থাকেন ১৯ রানে।
ফলে ২০৮ রান তাড়া করতে নেমে ওমান ‘এ’ দলকে শুরুটা ভালো করতে দেননি দুই টাইগার স্পিনার নাসুম আহমেদ এবং শেখ মেহেদি হাসান। ইনিংসের প্রথম ওভারে হাত ঘোরাতে এসে উইকেট মেইডেন নেন স্পিনার নাসুম আহমেদ। ফেরান অক্ষয় প্যাটেলকে। পরের ওভারে বল করতে এসে প্রুথবি কুমারকে আউট করেন আরেক স্পিনার শেখ মেহেদী হাসান। দলীয় ১০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওমান ’এ’ দল।
তিন নম্বরে ব্যাট করতে নামা শোয়েব খান একপ্রান্তে আগলে রেখে প্রতিরোধ গড়লেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তোপে সুবিধা করতে পারেননি অপরদিকের ব্যাটসম্যানরা। পরে শোয়েব খান রান আউট হয়ে ফেরেন ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করে। রাফিউল্লাহ খেলেন ৩১ রানের ইনিংস। বাকিরা আসাযাওয়ার মিছিলে যোগ দিলে ১৪৭ রানে থামে ওমান ‘এ’ দলের ইনিংস।