এই বিদায়ের মধ্যে দিয়ে বার্সার সঙ্গে কিশোর বয়সে যে সম্পর্ক তৈরি হয়েছিল দীর্ঘ ২১ বছরের মাথায় সেটা ছিন্ন হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সেরা এ তারকার । প্রতিভায় মুগ্ধ হয়ে ২০০০ সালে ন্যাপকিনে সই করিয়ে বালক লিওনেল মেসি’কে কাতালোনিয়ার এনেছিলো। বার্সার তখনকার মূল দলের পরিচালক কার্লেস রেক্সাসের ইচ্ছাতেই হয়েছিল এই চুক্তি।
ইসমাইল গাজী সৌরভ, ঢাকা:
বার্সেলোনা অধ্যায় শেষ হল লিওনেল মেসি’র। বিশ্বব্যাপী মেসি ভক্তদের জিজ্ঞাসু মন জানতে চাইছে মেসির গন্তব্য !
ইউরোপিয়ান ফুটবল অঙ্গনেও তুমুল চর্চা শুরু হয়েছে মেসির পরবর্তী গন্তব্য নিয়ে। মেসি আর থাকছেন না বার্সেলোনা স্পষ্টত এমন ঘোষণার পরে ইউরোপের বেশ কিছু বড় ক্লাব নিজেদের প্রস্তুতি শুরু করেছে মেসিকে দলে ভেড়ানোর।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান ও ইন্টার মিয়ামি কিনতে আগ্রহী লিওনেল মেসি’কে।
কিন্তু মেসিকে কেনা চাইলেই তো আর হয় না, এ আর্জেন্টাইন তারকার আকাশচুম্বী বেতন দেওয়ার সামর্থ্যও চিন্তা করতে হবে ক্লাবগুলোর ? স্প্যানিশ লিগের বেতন সীমার মধ্যে মেসিকে ধরে রাখতে না পারাততেই বার্সাকে ছাড়তো হল তাদের ক্লাব ইতিহাসের সেরা খেলোয়ারকে।
এই বিদায়ের মধ্যে দিয়ে বার্সার সঙ্গে কিশোর বয়সে যে সম্পর্ক তৈরি হয়েছিল দীর্ঘ ২১ বছরের মাথায় সেটা ছিন্ন হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সেরা এ তারকার ।
প্রতিভায় মুগ্ধ হয়ে ২০০০ সালে ন্যাপকিনে সই করিয়ে বালক লিওনেল মেসি’কে কাতালোনিয়ার এনেছিলো। বার্সার তখনকার মূল দলের পরিচালক কার্লেস রেক্সাসের ইচ্ছাতেই হয়েছিল এই চুক্তি।
তারপরে লিওনেল মেসি যে ইতিহাস বার্সাতে সৃষ্টি করেছে সেটা জানা আছে ফুটবল বিশ্বের সবার।
২০০৪ সালে বার্সার মূল দলে সুযোগ পান মেসি এরপর প্রায় ১৭ বছর ধরে বার্সার হয়ে একের পর এক শিরোপা এনে দিয়েছেন মেসি। এসময় ৪টি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লিগ শিরোপাসহ ৩৫টি শিরোপা মেসির হাত ধরে বার্সার ঘরে উঠেছে।
১৭ বছরে বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন লিওনেল মেসি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, ম্যানচেস্টার সিটি ৪৩০ মিলিয়ন ইউরোয় মেসিকে পাঁচ বছর মেয়াদে নিতে চেয়েছিল। মেসির বেতন দেওয়ার সামর্থ্য নিয়ে পেট্রোডলারসমৃদ্ধ এ ইংলিশ ক্লাবের কোন সমস্যা নেই।
গত মৌসুম শেষে মেসি যখন বুরোফ্যাক্স করে বার্সা ছাড়তে চেয়েছিলেন, তখন ৬০০ মিলিয়ন ইউরোয় সিটি তাঁকে কিনতে আগ্রহী বলে তখনও গুঞ্জন ছড়িয়েছিল।
সিটিতে বর্তমান কোচ হিসেবে আছেন পেপ গার্দিওলা, বার্সার সাবেক এ কোচ মেসির গুরু। মেসির সঙ্গে তাঁর বোঝাপড়ায় জন্যে ধারণা করা হচ্ছে ম্যানচেস্টার সিটিই হতে পারে বিশ্বসেরা এ তারকার পরবর্তী গন্তব্য।
মেসিকে সিটিতে যোগ দেওয়ার বিষয়ে রাজি করানোতে আগুয়েরো চেষ্টা করছেন বলে দাবি করেছে টিওয়াইসি স্পোর্টস।
যদিও সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়, এরই মধ্যে অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে জ্যাক গ্রিলিশকে কেনার খুব কাছাকাছি পৌঁছে গেছে ম্যানচেস্টারের এ দলটি।
এদিকে ফরাসি ক্লাব পিএসজিতে মেসির সঙ্গে জাতীয় দলে খেলা সতীর্থ আনহেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস ও মাউরো ইকার্দি রয়েছেন, সাবেক বার্সা সতীর্থ নেইমারও আছেন পিএসজিতে। ব্রাজিলিয়ান তারকা নেইমার আবার মেসির ঘনিষ্টও।
পিএসজিও বেশ আগে থেকেই কিনতে আগ্রহী ছিল বিশ্বসেরা তারকা’কে ।
যদিও তখন প্রস্তাব কত টাকার ছিল সে সমন্ধে জানা যায়নি। গত মৌসুম শেষে মেসি বার্সা ছাড়ার ইচ্ছার কথা জানানোর পর পিএসজির নাম এসেছিল জোরেসোরেই।
গত বছর ইন্টার মিলানও মেসিকে কিনতে চেয়েছিল । ৭০ শতাংশ শেয়ারের মালিক চীনের ইলেকট্রিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সানিং এ নিয়ে চীনের সরকারের কাছ থেকে অনুমতিও পেয়েছিল ক্লাবটি।
তবে ইন্টার মিলানের সহসভাপতি হাভিয়ের জানেত্তি তখন এই গুঞ্জন সঠিক নয় বলে জানিয়েছিলেন গণমাধ্যমকে।
গত জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহাম ও মেসির মাঝে আলোচনা হয়েছিল। তখন মেসির ইন্টার মিয়ামিতে খেলার ব্যাপারে বেকহাম আশাবাদী বলে জানিয়েছিলেন।
তখন জার্মান সংবাদমাধ্যম ‘কিকার’ জানিয়েছিল, বার্সায় চুক্তির মেয়াদ শেষে ক্যারিয়ারের বাকি সময় ইন্টার মিয়ামিতে শেষ করতে পারেন মেসি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মেসি বাড়ি কিনলে তখন গুঞ্জন বের হয়, ইন্টার মিয়ামিতে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনাতেই তিনি যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন।