More

    বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাস চালক নিহত

    যশোর প্রতিনিধি:

    সোমবার সকালে যশোর-নড়াইল সড়কের দাঁতপুরে বাস দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলার বহরামপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে বাস চালক রুস্তুম আলী (৫২) নিহত হয়েছেন।

    এ ঘটনায় অন্তত দশ জন আহত হন। আহতদের মধ্যে চার জন যশোর জেনারেল হাসপাতালে ও দুই জন বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    নিহতের ভাই জয়নাল আবেদিন বলেন, আমার ভাই যশোর-কালনা রুটের বাসচালক। তিনি বাস চালিয়ে নড়াইলে যাচ্ছিলেন। পথিমধ্যে দাতপুরে পৌঁছালে বাসের একটি চাকা বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ভাইসহ কমবেশি ১০জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ভাইকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনায় আহত যশোর সদরের কচুয়া গ্রামের মাহবুল ইসলামের মেয়ে মারিয়া বলেন, আমি, চাচাত বোন নায়মা (১৩) ও চাচাতভাই রাশেদুল ইসলাম (১৬) বাসে নড়াইল যাচ্ছিলাম এসময় হঠাৎ করে গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে দশ জন আহত হয়েছে। তার মধ্যে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ছয় জনকে।

    তাদের মধ্যে দুই জন ভর্তি রয়েছে অন্যরা পাথমিক চিকিৎসা নিয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চার জনকে আনা হয়। তারমধ্যে বাঘারপাড়ার নওয়াপাড়া গ্রামের মান্নান মিয়ার ছেলে নাফিজ আসলাম ইসা (৩২) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

    এদিকে ইমামুল ইসলাম খোকন নামে স্থানীয় এক কৃষক বলেন, তিনি তার ক্ষেত্রে কাজ করছিলেন। হঠাৎ একটা বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখেন বাসটি উল্টে গেছে। পরে তিনসহ অন্যান্যরা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

    হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই রুস্তুম আলী মারা যান অন্যরা আশঙ্কামুক্ত।

    জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, বাসের চাকা বাস্ট হয়ে দুর্ঘটনায় গাড়িচালক নিহত হয়েছেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img