নিজস্ব প্রতিবেদক
সহিংসতায় জড়িয়ে আগের কমিটি স্থগিত করার পরে হেফাজতে ইসলাম নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। আবারও আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। খিলগাঁও চৌরাস্তা মাদ্রাসায় ১১টার দিকে সংবাদ সম্মেলেনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
৩৩ সদস্যের নতুন কমিটিতে জায়গা হয়নি সহিংসতায় জড়িত অধিকাংশ নেতা’দের ও যাদের রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে তাদেরকেও রাখা হয়নি। এ কমিটিতে জায়গা হয়নি রিসোর্ট কান্ডে জেলে থাকা গত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের। কমিটিতে জায়গা পেয়েছেন আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী, নতুন সহকারী মহাসচিব তিনি।
নতুন কমিটিতে নেই সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, হারুণ ইজহার সহ জেলে থাকা কেউই।
উল্লেখ্য, ২৫ এপ্রিল গ্রেপ্তার অভিযানের মুখে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।
এর কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কওমিভিত্তিক সংগঠনটি। বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকেই এই কমিটির আহ্বায়ক, নুরুল ইসলাম জেহাদীকে আহ্বায়ক কমিটির মহাসচিব করা হয়।