More

    করোনা: খুলনায় একদিনে নতুন করে ৪৫ জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মেহেরপুর ও মাগুরায় ৩ জন করে, ঝিনাইদহ ও বাগেরহাটে ২ জন করে এবং চুয়াডাঙ্গা, নড়াইল, সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।

    নিজস্ব প্রতিবেদক:

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় বেড়েছে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৭৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

    এর আগে শনিবার (২৪ জুলাই) খুলনা বিভাগে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ২৪৯ জনের।

    রবিবার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

    স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মেহেরপুর ও মাগুরায় ৩ জন করে, ঝিনাইদহ ও বাগেরহাটে ২ জন করে এবং চুয়াডাঙ্গা, নড়াইল, সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।

    খুলনা বিভাগের মধ্যে সর্বপ্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে আজ (রবিবার) সকাল পর্যন্ত এ বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ১৭১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলা ভিত্তিক কোভিড-১৯ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২২ হাজার ৩৮৭ জনের। অন্যদিকে মারা গেছেন ৫৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৬২ জন।

    ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে যশোর জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৫১ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ৩১১ জন।

    ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ১০৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩ জন এবং মোট মারা গেছেন ১৮২ জন।

    বাগেরহাটে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১১৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৯৮ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯০ জন।

    সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬১ জনের। এ নিয়ে সাতক্ষীরা জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৪ জন।

    ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৮৪ জনের। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৮৫ জন।

    মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ জেলায় মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৭৮৪ জনের। মোট মারা গেছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৪ জন।

    ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬০ জন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ জনের। মোট মারা গেছেন ৪৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ২৯১ জন।

    চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৬০ জন। মোট মারা গেছেন ১৫০ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৬ জন।

    মেহেরপুরে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে মেহেরপুর জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৪ জন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img