যশোর প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ক্রিকেট কার্নিভালস।
অ্যাসোশিয়েশনের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সদস্যরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
শনিবার জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন গ্যালারির দ্বিতীয় তলায় সকালে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফট। মোট ৫৬ জন খেলোয়াড়দের ড্রাফট সম্পন্ন হয় এদিন। চারটি দলের নাম করণ ও দলনেতা নির্বাচনও করা হয় এদিন।
আতাউল হক মল্লিক লিজেন্ড দলের দলনেতা করা হয়েছে শফিউর রহমান মল্লিককে, নাজমুল হুদা খান ওরিয়ার্সের দলনেতা হয়েছেন খান মোঃ শফিক রতন, শ্যামল দত্ত গ্লোরিয়ার্সের দলনেতা খান মোঃ রফিক ছকু এবং আলী আমজাদ চান্দু ষ্টারের দলনেতা নির্বাচিত হয়েছেন এ এফ এম মইনুদ্দিন রোম।