নিজস্ব প্রতিবেদক:
জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা ও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপণ জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
তিনি বলেন, স্কুল, কলেজ, মাদরাসায় অ্যাসেম্বলি শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে। এছাড়া জাতীয় দিবসে সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষ করতে হবে জয় বাংলা স্লোগান উচ্চারণ করে। সাংবিধানিক পদধারীরাও বক্তব্য শেষ করবেন জয় বাংলা বলে। সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।
২০১৭ সালে ড. বশির আহমেদ এবং ২০১২ সালে আব্দুল বাতেন ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। ২০২০ সালের ১৯ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুন আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান করার রায় দেয়। তিন মাসের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার নির্দেশনা থাকলেও তা হয়নি। তবে, আজকের সিদ্ধান্তের মাধ্যমে এ নির্দেশনা প্রশাসনিকভাবে বাস্তবায়নের রূপ পেল।