নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে (৪৬) নির্মমভাবে হত্যার দায়ে দেশটির সাবেক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এই মামলায় চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক। কিন্তু গত এপ্রিলে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়।
এছাড়া চাওভিন এবং যুক্তরাষ্ট্রের আরও তিনজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আলাদাভাবে জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
গত ২১ এপ্রিল ১২ সদস্যের জুরি বোর্ড ডেরেক চাওভিনকে ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত করে। এর ধারাবাহিকতায় শুক্রবার তার সাজা ঘোষণা করেন আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লয়েডের পরিবার এবং তার সমর্থকরা আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন।
এদিকে চৌভিন আদালতকে বলেছেন, ‘আমি ফ্লয়েডের পরিবারের প্রতি শোক জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে। আমি আশা করি, এতে আপনারা মানসিকভাবে শান্তি পাবেন।’
সাবেক পুলিশ কর্মকর্তা চাওভিন যেভাবে হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডকে মাটিতে চেপে ধরে রেখেছিলেন, আদালতে শুনানির সময় সেই ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওটিতে হাতকড়া পরা অবস্থায় মাটিতে পড়ে থাকা জর্জ ফ্লয়েডের গোঙানি শুনতে পাওয়া যাচ্ছিল।
জর্জ ফ্লয়েডের হত্যার বিচারকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে সম্পর্ক এবং পুলিশের জবাবদিহিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।