নিজস্ব প্রতিবেদক
জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে সবুজ বাংলাকে আরও সবুজ করতে এ আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সঙ্গে আমি সব দেশবাসীকে আহ্বান জানাব, যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগান।
‘বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ শতাংশ বনায়ন সৃষ্টি হয়েছে। তা ছাড়া আমাদের পারিবারিকভাবে বাগান সৃষ্টি হচ্ছে। সবাই এখন সচেতন।’
এ বছরের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হচ্ছে, ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।
প্রতি বছরের ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বাংলাদেশেও সবুজ বাঁচাতে মুজিববর্ষে সারা দেশে ৩ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ৫ বছরে দেশের ২২ থেকে ২৪ ভাগ অঞ্চলে বনায়ন করা হবে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ স্লোগানে বিভিন্ন দেশ এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে।