নিজস্ব প্রতিবেদক:
বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের একটি বাসায় বিকট শব্দে ওই বিস্ফোরণ ঘটে। পরে দ্রুত হতাহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন জানান, বিস্ফোরণে দগ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রায় সবারই শ্বাসনালীতে ক্ষত রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জানা গেছে, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িটির গ্যাস সংযোগ মেরামত করার সময় লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ্বালালে ওই বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে আগুন ধরে যায়।