প্রভাতী সংবাদ ডেস্ক:
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহর এখন রাশিয়ার হাতে। কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় অবশেষে সফল রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, মারিউপোলের সবগুলো এলাকা পরিস্কার করা হয়েছে। তবে কিছু সংখ্যক ইউক্রেনীয় সেনা আজভস্টালে ইস্পাত কারখানায় অবরুদ্ধ রয়েছে।
এমন পরিস্থিতিতে মারিউপোলের যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের সময় দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর স্থানীয় সময় রবিবার সকাল ৬টা থেকে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যে ইউক্রেনের পক্ষ হয়ে লড়াই করা বিদেশি যোদ্ধাদের জন্যও একই আহবান জানিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।
কোনাসেনকোভ আরও জানিয়েছেন, মারিউপোলকে শত্রু মুক্ত করার প্রক্রিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনের সেনা আত্মসমর্পণ করেছে। মারিউপোলে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে লড়াই চলতে থাকায় আটকা পড়েছে বহু বেসামরিক নাগরিক।