More

  ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ খোদা আর নেই

  নিজস্ব প্রতিবেদক

  ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ খোদা আর নেই। আজ রোববার ভোর ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন।

  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফজল-এ খোদার ছেলে সজীব ওনাসিস।

  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। করোনাভাইরাসে আক্রান্ত ফজল-এ খোদাকে বৃহস্পতিবার সকালে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল।

  সজীব ওনাসিস বলেন, ‘সকাল ১০টার দিকে রায়ের বাজার কবরস্থানে হয়েছে ফজল-এ-খোদার জানাজা। এর পরপরই তার দাফন হয়।’

  ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বাংলাদেশের জনপ্রিয় দেশাত্ববোধক গান। একুশে ফেব্রুয়ারী’র প্রভাতফেরী’তে এ গানটি ব্যাপকভাবে প্রচারিত হয়।

  তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ভালোবাসার মূল্য কতো’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’ ইত্যাদি।

  তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। এর পরের বছর টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক শিশু-কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন।

  ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন এই বরেণ্য গীতিকবি।

  © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
  / month
  placeholder text

  সর্বশেষ

  রাজনীাত

  বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

  প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

  আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  আরো পড়ুন

  Leave a reply

  Please enter your comment!
  Please enter your name here

  spot_imgspot_img