More

    সারা, সাদাত ও লাবিবা’র গোল্ড মেডেল লাভ

    নিজস্ব সংবাদাতা:

    গত ডিসেম্বর ২৭-২৯, ২০২১ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন,পল্টনে অনুষ্ঠিত মুজিববর্ষ ট্রাস্ট ব্যাংক ১৯তম সিনিয়র/ জুনিয়র তায়কোয়ান্দো প্রতিযোগিতা ২০২১ এ মিফতাহুল জান্নাত সারা, সাফয়ান সাদাত খান ও লাবিবা রহমান, অহনা গোল্ড মেডেল লাভ করেছে।

    Image 10000 8
    মিফতাহুল জান্নাত সারা, সাফয়ান সাদাত খান ও লাবিবা রহমান, অহনা’র গোল্ড মেডেল

    তারা তিনজনই বাংলাদেশ তা্য়কোয়ান্দো ফেডারেশন, মিরপুর ডিওএইসএস ক্লাব এর ছাত্র-ছাত্রী। এর মধ্যে মিফতাহুল জান্নাত সারা গ্রীন বেল্ট, ‍সাফওয়ান সাদাত খান ইয়োলো বেল্ট এবং লাবিবা রহমান অগনা ব্লাক বেল্ট এর অধিকারী।

    Image 10000 9
    গোল্ড মেডেল নেয়ার পরে প্রশিক্ষকের সাখে সারা ও সাদাত

    তাদের তিন জনের মধ্যে রয়েছে পারিবারিক সম্পর্ক। সারা ও সাদাত আপন ভাইবোন এবং অহনা তাদের বোনের মেয়ে অর্থাৎ ভাগনি।

    সারা ভিকারুন নেসা স্কুল এন্ড কলেজ বসুন্ধরা শাখা থেকে এবার এ এসএসসি পরীক্ষা দিবে। সাদাত লেকহেড গ্রামার স্কুল, গুলশান -১ শাখার ক্লাস ওয়ানের ছাত্র এবং অহনা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা শাখার ক্লাস ফাইব এর ছাত্রী।

    Image 10000 10
    অহনাকে ব্লাক বেল্ট পরিয়ে দিচ্ছেন একজন প্রশিক্ষক

    আজ বাংলাদেশ তা্য়কোয়ান্দো ফেডারেশন, মিরপুর ডিওএইসএস ক্লাব থেকে তাদেরকে মেডেল পরিয়ে দেয়া হয়। এখানকার প্রক্ষিক্ষকবৃন্দ জানিয়েছেন, তাদের ক্লাবের আরো কয়েকজন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল লাভ করেছেন।

    এর আগেও এ তিন জনই ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। তাদের অবিভাবকবৃন্দ ছেলে মেয়েদের জন্যে দোয়া প্রার্থনা করেছেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img