নিজস্ব সংবাদাতা:
গত ডিসেম্বর ২৭-২৯, ২০২১ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন,পল্টনে অনুষ্ঠিত মুজিববর্ষ ট্রাস্ট ব্যাংক ১৯তম সিনিয়র/ জুনিয়র তায়কোয়ান্দো প্রতিযোগিতা ২০২১ এ মিফতাহুল জান্নাত সারা, সাফয়ান সাদাত খান ও লাবিবা রহমান, অহনা গোল্ড মেডেল লাভ করেছে।
তারা তিনজনই বাংলাদেশ তা্য়কোয়ান্দো ফেডারেশন, মিরপুর ডিওএইসএস ক্লাব এর ছাত্র-ছাত্রী। এর মধ্যে মিফতাহুল জান্নাত সারা গ্রীন বেল্ট, সাফওয়ান সাদাত খান ইয়োলো বেল্ট এবং লাবিবা রহমান অগনা ব্লাক বেল্ট এর অধিকারী।
তাদের তিন জনের মধ্যে রয়েছে পারিবারিক সম্পর্ক। সারা ও সাদাত আপন ভাইবোন এবং অহনা তাদের বোনের মেয়ে অর্থাৎ ভাগনি।
সারা ভিকারুন নেসা স্কুল এন্ড কলেজ বসুন্ধরা শাখা থেকে এবার এ এসএসসি পরীক্ষা দিবে। সাদাত লেকহেড গ্রামার স্কুল, গুলশান -১ শাখার ক্লাস ওয়ানের ছাত্র এবং অহনা সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা শাখার ক্লাস ফাইব এর ছাত্রী।
আজ বাংলাদেশ তা্য়কোয়ান্দো ফেডারেশন, মিরপুর ডিওএইসএস ক্লাব থেকে তাদেরকে মেডেল পরিয়ে দেয়া হয়। এখানকার প্রক্ষিক্ষকবৃন্দ জানিয়েছেন, তাদের ক্লাবের আরো কয়েকজন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল লাভ করেছেন।
এর আগেও এ তিন জনই ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। তাদের অবিভাবকবৃন্দ ছেলে মেয়েদের জন্যে দোয়া প্রার্থনা করেছেন।