প্রভাতি সংবাদ ডেস্ক:
স্মার্টফোন ধীরে ধীরে স্লো হতে শুরু করে। ফোন স্লো হওয়ার একাধিক কারণ রয়েছে। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই ফোনের স্টোরেজ কানায় কানায় ভর্তি হওয়ার কারণেই স্লো হতে থাকে। বিশেষ করে, অ্যাপ ক্যাশ মেমোরি ফোন স্লো হওয়ার অন্যতম কারণ। বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ দ্রুত লোড হওয়ার জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। অটো ফিলের মতো ক্যাশ মেমোরির কিছু তথ্য নিয়মিত ব্যবহৃত হয়। তবে, নিয়মিত ফোনের ক্যাশে মেমোরি ক্লিয়ার করলে, তা ফোনের পারফরম্যান্স ভালো করে তুলতে পারে।
স্মার্টফোনে আর এক ফোঁটাও জায়গা নেই? প্রচুর অ্যাপ ডাউনলোড করেছেন বলেই কি এমন সমস্যা মনে করছেন? ভুল ভাবছেন তা হলে। অ্যাপ ডিলিট করার আগে অ্যাপের ক্যাশ মেমোরি খালি করুন। তাহলেই দেখবেন ফোনের স্টোরেজ অনেকখানিই ফাঁকা হয়ে গিয়েছে। কী ভাবে এই কাজ করবেন, জেনে নিন।
বেশিরভাগ অ্যানড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ব্যবহৃত হয়। যদিও, অন্যান্য ব্রাউজারেও ক্যাশ ক্লিয়ার করার উপায় একই। অ্যানড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করার পদ্ধতি:
- ক্রোম ব্রাউজার ওপেন করুন।
- ডান দিকে উপরে মেনু বাটন সিলেক্ট করুন।
- এর পরে সিলেক্ট করুন সেটিংস।
- এবার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন বেছে নিন।
- তার পরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা সিলেক্ট করতে হবে।
- নির্দিষ্ট কোনও সময়কালের ক্যাশে ডিলিট করতে চাইলে টাইম রেঞ্জ থেকে তা সিলেক্ট করা যাবে।
- শুধুমাত্র ক্যাশ ডিলিট করতে চাইলে ব্রাউজার হিস্ট্রি ও কুকিজ অ্যান্ড সাইট ডাটা অপশন আনচেক করে দিন।
- সব শেষে ক্লিয়ার ডাটা অপশন সিলেক্ট করুন।
ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করার কথা সবার আগে মনে হলেও ক্যাশে মেমোরি ক্লিয়ার করার কারণে ফোনের পারফরম্যান্সে বিপুল পরিবর্তন হবে। অ্যাপ ক্যাশ মেমোরি ক্লিয়ার করার পদ্ধতি জানুন।
- অ্যানড্রয়েড ফোনে সেটিংস ওপেন করুন।
- এবার স্টোরেজ সিলেক্ট করুন।
- আদার অ্যাপস সিলেক্ট করুন।
- কোন অ্যাপ কত স্টোরেজ ব্যবহার করে, সেই অনুযায়ী এখানে পরপর সব অ্যাপ দেখতে পাবেন।
- যে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান সেই অ্যাপ সিলেক্ট করুন।
- এবার ক্লিয়ার ক্যাশ সিলেক্ট করুন।
এছাড়াও, আপনি ফোনের সব ক্যাশে ডেটা ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার স্টোরেজ সিলেক্ট করুন। এর ফলে সব ক্যাশে ডেটা ক্লিয়ার হলেও আপনার ফোনে সব অ্যাপ থেকে যাবে। শুধু তাই নয়। অপ্রয়োজনীয় অ্যাপ ও ফোটো ফোন থেকে ডিলিট করলেই ফোনের স্পিড কিছুটা বাড়বে।