মাগুরা প্রতিনিধি:
গত ২১ শে মে (শনিবার) সকাল আনুমানিক ৬ টার দিকে মাগুরা জেলার সদর উপজেলার রাঘবদাড়ি ইউনিয়নের ১ এবং ৪ নং ওয়ার্ডের মাতলা এবং বেরইল গ্রামের উপর দিয়ে সর্বোচ্চ ৫ মিনিটের একটি ঝড় বয়ে যায়। উক্ত ঝড়ে প্রায় ২০ টি ঘর এবং বাজারের দোকানঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেশ কিছু বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে, ঘরের টিনের চাল উড়ে গেছে বড় বড় গাছ উপড়ে গেছে এবং বিদ্যুতের খুটি উপডে পড়েছে। ঘটনার পর পরই উক্ত ওয়ার্ডের মেম্বরদের ফোন পেয়ে প্রভাতী সংবাদের প্রতিবেদক টিপটিপ বৃষ্টির মধ্যে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে প্রতক্ষ করেছেন ঝড়ের তান্ডব।
১ নং ওয়ার্ডের মাতলা গ্রামে এক বয়স্ক বিধবা আলেয়া এবং সন্তানবিহীন ভিক্ষুক মহিলার সম্বল হিসাবে ছিল একটি করে মটির দেয়ালের ঘর। সে ঘরের চাল উড়ে গেছে।
৪ নং ওয়ার্ডের বেরইল গ্রামে জগদীশ রায়ের বাড়িতে এক অবিশ্বাস্য চিত্র দেখা যায়। তাঁর বসবাসকৃত বাড়িটির তিনটি ঘর এবং আসবাবপত্র ঝড়ে উড়িয়ে প্রায় ১৫০ ফুট দুরে নিয়ে ফেলেছে।
একটি টিউবওয়েলের মাথাও ঝড়ে উড়ে গেছে। ঝড়ের ঘটনায় বেরাইল গ্রামের জগদীশ রায়, তার স্ত্রী ও সন্তান আহত হয়েছে। গ্রাম্য ডাক্তার মিথুন বিশ্বাস জানান প্রাথমিকভাবে আহত ব্যক্তির মাথায় ১৩ টি সেলাই দিতে হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্যে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় জনসাধারনকে জগদীশ রায়ের বাড়ির উড়ে যাওয়া টিন ও আসবাবপত্র খুঁজতে ব্যস্ত ছিলেন দেখা যায়।