More

    “দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ” উদ্বোধন

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    নিজস্ব অর্থায়নে জন্মস্থান রাজবাড়ীর গোয়ালন্দে একটি আধুনিক মসজিদ নির্মাণ করেছেন ঢাকাই ছবির আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।
    তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির উপরে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা।

    নিজের মায়ের নামে এর নাম দিয়েছেন – ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে গত শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করা হয়।

    উদ্বোধন শেষে রোজিনা বলেন, “প্রায় দুই বছর সময় লেগেছে এই মসজিদের কাজ শেষ করতে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না এখন। তবে আমার সমস্ত অনুভূতিজুড়ে এই গোয়ালন্দ বিরাজ করে। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি।”

    তিনি আরও জানান, যে জমির ওপর মসজিদটি নির্মিত, তা তার মাকে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে তার। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবেন।

    মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা কোহিনুর।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রযোজক মো. খসরু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব কুমার ঘোষসহ অঅরও অনেকে।

    ১৯৭৭ সালে “আয়না” ছবিতে পার্শ্বচরিত্রে প্রথম বড় পর্দায় হাজির হন রোজিনা। এরপর ১৯৭৮ সালে “রাজমহল” ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে। ২০২১ সালে রোজিনা সরকারি অনুদান রোজিনা নির্মাণ করেন নিজের পরিচালিত প্রথ সিনেমা “ফিরে দেখা”।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img