More

    পরলোকে কেন তানাকা

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    গিনেস রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের অধিবাসী কেন তানাকা গত ১৯ এপ্রিল ১১৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলে ১৯০৩ সালের ২ জানুয়ারি কেন তানাকা জন্মগ্রহণ করেন।

    জীবনের শেষ সময় পর্যন্ত তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্যের অধিকারী তানাকা জাপানের একটি নার্সিং হোমে বসবাস করতেন। সময় কাটাবার জন্য তিনি বোর্ড গেম খেলতেন এবং গণিত সমস্যার সমাধান করতেন। তিনি সোডা এবং চকোলেট খেতে পছন্দ করতেন।

    তানাকা ১৯২২ সালে হিডিও তানাকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে তিনি চার সন্তানের জননী এবং আরেকটি সন্তান দত্তক নিয়েছিলেন।
    পেশাগত জীবনে তানাকা নুডলসের দোকান, রাইস কেকের দোকানসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করেছিলেন।

    ২০১৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি তাকে অপার আনন্দ দেয় এবং এই স্বীকৃতি পাওয়ার সময়টি তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।

    তানাকা প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠতেন এবং বিকেলে গণিত অধ্যয়ন ও ক্যালিগ্রাফি অনুশীলন করতেন। স্থানীয় গভর্নর সেতারো হাট্টোরি সোমবার এক বিবৃতিতে বলেন, “আমি এই বছরের বৃদ্ধ দিবসে (সেপ্টেম্বরে একটি জাতীয় ছুটির দিন) কেন-সানকে দেখতে এবং তার প্রিয় সোডা, চকোলেটে দিয়ে একসঙ্গে উদযাপন করার জন্য উন্মুখ ছিলাম। আমি এই খবরে অত্যন্ত মর্মাহত।”

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জাপান বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যার অধিকারী। দেশটির জনসংখ্যার ২৮%-এরই বয়স ৬৫ বা তার বেশি।
    গিনেস রেকর্ডসের তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ফরাসি নারী জিন লুইস ক্যালমেন্ট। ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা গিয়েছিলেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img