নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।
বুধবার বিকালে রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি এই টিকা নেন।
সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালের ভেতরে যাননি। গাড়ির ভেতরে বসেই তিনি টিকা গ্রহণ করেন। তাকে মডার্নার টিকা দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি।
খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বিষয়টি আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। এতে আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সেখানে বিএনপির অনেক নেতাকর্মীও ভিড় করেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া প্রায় ৫৩ দিন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। তিনি গত ১৯ জুন গুলশানের বাসায় ফিরেন। তবে করোনাপরবর্তী শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
‘খালেদা জিয়া কিছুটা ভালো, তবে পুরনো সমস্যা রয়েছে’
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর করোনাপরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। এখন সেগুলো থেকে কিছুটা ভালো আছেন। তবে তার আগে বার্ধক্যজনিত যেসব সমস্যা ছিল সেগুলো এখনো আছে। তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে সুপারিশ করেছিলেন আমরা মনে করি সেটি এখনো প্রয়োজন আছে।
বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দোয়া চেয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, করোনার টিকা নেয়ার পরও অনেকে আক্রান্ত হচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়। তাই তিনি যেন ভালো থাকতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন।