প্রভাতি সংবাদ:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল খালেক মন্ডল ওরফে জল্লাদ খালেক এবং তার সহযোগী খান রোকনুজ্জামানকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এ রায় দেন বিচারপতি মো. শহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এবং কেএম হাফিজুল আলম।
২০২১ সালের ১১ নভেম্বর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়েছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করে নেতৃত্ব দেন খালেক মন্ডল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতক্ষীরা সদর মহকুমা এলাকায় নানা মানবতাবিরোধী অপরাধ করেন। শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ ৫ জনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেকের বিরুদ্ধে মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। এরপর ২০১৫ সালের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ২৫ আগস্ট খালেকের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল।
আসামির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ আনে প্রসিকিউশন। এসব অপরাধের মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ এবং ১৪ জনকে শারিরীক নির্যাতনের অভিযোগ।
মৃত্যুদন্ডের আদেশ পাওয়া অপর আসামি হলেন খান রোকনুজ্জামান পলাতক রয়েছেন।