নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা লাবিবা ও লামিসার জ্ঞান ফিরেছে।
সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলার জেনারেল ওটিতে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এদিকে অক্লান্ত পরিশ্রম করেছেন যেই চিকিৎসকরা তারা আনন্দে আত্মহারা। শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন তারা। দেখা যায়, ওটি টেবিলে থাকা লাবিবা কান্না করছে। এরইমধ্যে শিশু দুটির মাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। লাবিবা তার মাকে দেখে মুখে আঙুল দিয়ে কী জানি বারবার ইশারা করছে। তখন মা বলছে আম্মু খিদা লেগেছে, একটু পরেই তোমাকে খাওয়াবো।
শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল জানান, এর আগে দিনভর অস্ত্রোপচার করে বিকেলের দিকে তাদের আলাদা করা হয়। পরে বাকি কাজ চলতে থাকে অস্ত্রোপচার কক্ষে। কিছুক্ষণ আগে লাবিবার জ্ঞান ফিরেছে, সে কান্নাকাটি করছে। লামিসারও জ্ঞান ফিরেছে।
এদিকে শিশু দুটির বাবা ও মার আনন্দের শেষ নেই। বাবা লাল মিয়া ও মা হনুফা বেগম বলেন, সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া পাশাপাশি হাসপাতালের চিকিৎসক কাজল স্যারসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক স্যারকেও ধন্যবাদ জানাই। ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জোড়া বাচ্চাকে আলাদা করেছে।