More

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন পদত্যাগ করছেন

    প্রভাতি সংবাদ ডেক্স:

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে অবশেষে পদত্যাগ করছেন।
    মালয়েশিয়া কিনির বরাতে করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
    মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ বরাবর সোমবার (১৬ আগস্ট) পদত্যাগপত্র পেশ করবেন বলে মন্ত্রিসভার সদস্য মোহদ রেদজুয়ান মোহাম্মদ মালয়েশিয়া কিনিকে জানিয়েছেন। তিনি বলেছিলেন, আগামীকাল (সোমবার) মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বৈঠকটি শেষে তিনি এই পদত্যাগপত্র জমা দেবেন।
    মালয়েশিয়া মন্ত্রিসভার এই সদস্য জানান, এরই মধ্যে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
    ২০২০ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। যদিও তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান ছিল একদমই কম।
    এসবের মধ্যে পদ ধরে রাখার বিষয়ে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। যদিও সম্প্রতি সেই চাপ বৃদ্ধি হয় তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেন।
    এছাড়া মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় স্বেচ্ছাচারিতা, ব্যর্থতা সংকটময় পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি অযৌক্তিকভাবে মালয় রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শও দিয়েছিলেন।
    চলতি বছরের জুলাই মাসের শেষ দিকে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় ব্যাপক মাত্রায় বিক্ষোভ শুরু হয়। মূলত এর জেরে গেল ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন ঘোষণা করেছিলেন, পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কিনা; এবার সেটা যাচাই করতে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থা ভোট চান তিনি।
    গুরুত্বপূর্ণ সেই ভাষণে মুহিউদ্দিন দাবি করেন, সম্প্রতি আমার প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে এবং বিষয়টি সম্পর্কে আমি সচেতন। এ কারণে মহামান্য রাজাকে আমি বলেছি- চলমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনে দেওয়ান রাকইয়াতে আস্থা ভোট অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
    তিনি বলেছিলেন, আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট সেশন শুরু হলে আস্থা ভোটটি আয়োজিত হবে। এটি আমার রাজনৈতিক জীবনের বড় একটি চ্যালেঞ্জ এবং আমি তা স্বাদরে গ্রহণ করছি। কারণ দেওয়ান রাকইয়াতের অধিকাংশ আইনপ্রণেতা আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
    যদিও গত শুক্রবার (১৩ আগস্ট) এক পার্লামেন্ট অধিবেশনে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন প্রথমবারের মতো স্বীকার করেছিলেন, এখন আর তার কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই। পাশাপাশি আইনপ্রণেতাদের তিনি প্রস্তাব দিয়েছিলেন- আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত আস্থা ভোটে আমাকে সমর্থন দিলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে যেসব প্রতিশ্রুতি আমি ইতোমধ্যে দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
    উল্লেখ্য, তার সেই প্রস্তাব মালয়েশিয়া পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যাত হয়।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img