নাজমুল হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না’র গর্ভধারিণী মাতা মরহুমা মল্লিকাজান বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) এমপি হাবিবে মিল্লাতের সিরাজগঞ্জ জেলার স্টেশন রোডের মালাবি’র নিজ বাসভবনে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমা মল্লিকাজান বেগমের জন্য দোয়া চাওয়া হয়। তিনি যেন জান্নাতবাসী হয় এজন্য কোরআন তেলোয়াত ও মোনাজাত করা হয়।
এছাড়াও পুরো দেশের মানুষের সুস্থতা কামনা, মহামারি করোনা ভাইরাস থেকে পুরো পৃথিবীর মানুষ যেন বেচেঁ থাকতে পারে ও সকল কবরবাসীর কবরের আজাব যেন মাফ করে দেওয়া হয়, এজন্যও মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া চাওয়া হয়।
সংসদ সদস্য হাবিবে মিল্লাত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি স্বশরীরে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পারেননি। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার খতিব, মুহতামিম, সাধারণ মানুষজন, জেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।