‘আমার মানহানি হয়েছে, আমাকে হেয় করায় আমি অবশ্যই মামলা করব তার বিরুদ্ধে। তাকে কোনরকম ছাড় দেয়া হবে না, আমি আমার মতো করে অভিযোগ লিখে রেখেছি, বিমানবন্দর থানায় পরীমনির বিরুদ্ধে আমি মামলা করব’- বলেন পরিমণির ঘটনায় জেলে যাওয়া এ ব্যবসায়ী।
নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে আটক হওয়া অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে দ্রুতই মামলা করবেন বলে জানিয়েছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
বুধবার বিকেলে পরীমনির বাসায় র্যাবের অভিযানের সময় এসব কথা জানান তিনি।
পরিমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় বর্তমানে জামিনে আছেন ব্যবসায়ী।
পরীমনির বাসায় বুধবার র্যাবের অভিযানের সময় নাসির বলেন, ‘আমার সম্পর্কে সে (পরীমনি) মিথ্যার আশ্রয় নিয়েছিল, যা ঘটেনি সেসব বলেছিল। ভিডিও ফুটেজ এবং তার কথাবার্তার মধ্যে অসংগতি ছিল। বাস্তবে তার অভিযোগের কোনো মিল ছিল না।
‘আমার মানহানি হয়েছে, আমাকে হেয় করায় আমি অবশ্যই মামলা করব তার বিরুদ্ধে। তাকে কোনরকম ছাড় দেয়া হবে না, আমি আমার মতো করে অভিযোগ লিখে রেখেছি, বিমানবন্দর থানায় পরীমনির বিরুদ্ধে আমি মামলা করব’- বলেন পরিমণির ঘটনায় জেলে যাওয়া এ ব্যবসায়ী।
আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।
র্যাব দাবি করেছে তার বাসায় ভয়ংকর মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, নতুন ধরনের মাদক ‘আইস’পাওয়া গেছে তার বাসায়। জব্দ করা বিভিন্ন মাদকও একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে র্যাব।
এদিকে র্যাবের অভিযানে আটক হওয়া অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে দ্রুতই মামলা করবেন বলে জানিয়েছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, পরীমনিকে সন্ধ্যা ৭টার দিকে নিজেদের জিম্মায় নেয় র্যাব। তাকে বহনকারী গাড়িটি রাত পৌনে ৯টার দিকে র্যা ব সদর দপ্তরে পৌঁছায়।
বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বাসায় সুনির্দিষ্ট অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান চালিয়েছে।
পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মদ উদ্ধার করার পরে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে তাকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে বিকেল ৪টার দিকে এই অভিযান অভিযান শুরুর ৩০ মিনিট পর র্যাবের ৩-৪ নারী সদস্য প্রবেশ করে।
বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে পরীমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
সে সময় র্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আলোচিত অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালান হচ্ছে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে বলে জানান র্যাবের কমান্ডার খন্দকার আল মঈন।
বাহিনীটির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান,‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম সেখানে গেছে। তারা পরীমনির বাসায় তল্লাশি চালাচ্ছে। তল্লাশিতে এখনও কিছু পাওয়া গেছে কি না, সেটা এখনই বলতে পারছি না। এখনো অভিযান ও তল্লাশি চলমান রয়েছে।’
ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি
আটকের পর র্যাব দাবি করেছে পরীমনির বাসায় ভয়ংকর মাদক এলএসডি পাওয়া গেছে। এ ছাড়া, নতুন ধরনের মাদক ‘আইস’পাওয়া গেছে তার বাসায়। এসময় বিপুল পরিমান মদ জব্দ করা হয়। জব্দ করা বিভিন্ন মাদকগুলো একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম পরীমনির বাসা থেকে এসব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এসব মাদক পরীমনি নিজে সেবন করতেন কিনা তা জিজ্ঞাসাবাদের সময় জানা যাবে।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘পরীমনিকে আজ (বুধবার) রাতে জিজ্ঞাসাবাদ করার পর কাল সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে।’
ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা পরিমণির
এর আগে পরীমনি গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকি দেয়ায় ১৪ জুন তিনি সাভার থানায় মামলা করেন নাসির ও অমির বিরুদ্ধে। সেই মামলায় সারাদেশে তোলপাড় পড়ে যায়। মামলার পরপরই নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।
১ জুলাই জামিনে মুক্তি পান নাসির উদ্দিন মাহমুদ। অবশ্য তিনি শুরু থেকেই তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন।