More

    নতুন আইন হচ্ছে জাকাত ব্যবস্থাপনায়

    নিজস্ব প্রতিবেদক:

    সরকার জাকাত ব্যবস্থাপনা আইন নামে নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে। ‘জাকাত ব্যবস্থাপনা আইন-২০২২’ শীর্ষক এ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠবে।

    এ আইনের আওতায় দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায় থেকে জাকাত সংগ্রহ করা হবে।

    এর আগে জাকাত ফান্ড অর্ডিন্যান্স-১৯৮২ এর মাধ্যমে জাকাত ব্যবস্থাপনার কাজ করতো সরকার। সরকারিভাবে জাকাত সংগ্রহের লক্ষ্যে ওই অধ্যাদেশটি সময়োপযোগী করে নতুন আইনটি তৈরি করা হবে।

    নতুন আইনের উদ্দেশ্য পূরণে জাকাত তহবিল নামে একটি তহবিল গঠন করা হবে। দেশের অভ্যন্তরে সরকারিভাবে সংগৃহীত জাকাত, প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া জাকাত, বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে পাওয়া জাকাত এবং অন্য কোনো উৎস থেকে পাওয়া জাকাতের অর্থ দিয়ে এই তহবিল গঠন করা হবে।

    সরকার প্রয়োজনবোধে স্থানীয়ভাবে জাকাত তহবিল সংরক্ষণ করার জন্য অনুমতি দিতে পারবে। তহবিলে সংগৃহীত অর্থ বোর্ড অথবা ক্ষেত্রমতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো তফসিলি ব্যাংকে ‘সরকারি জাকাত ফান্ড’ শিরোনামে সুদহীন হিসাবে গচ্ছিত রাখা হবে।

    জাকাত বোর্ডের চেয়ারম্যান হবেন ধর্ম বিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রী। পদাধিকার বলে ভাইস চেয়ারম্যান হবেন সচিব। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হবেন সদস্য সচিব।

    এছাড়া অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব, প্রখ্যাত ইসলামি ফকিহ বা আলেমদের মধ্যে সরকার মনোনীত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, তহবিল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পরিচালক এবং সরকার মনোনীত শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের দুইজন প্রতিনিধি বোর্ডে যুক্ত থাকবেন।

    জাকাত বোর্ডকে প্রশাসনিক সহায়তা দেবে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বোর্ডের সিদ্ধান্তগুলোও বাস্তবায়ন করবে ইফা।

    নতুন এ আইনের খসড়ায় বলা হয়েছে, অতীতের অধ্যাদেশে জাকাত বোর্ডের হিসাব সংরক্ষণ ও নিরীক্ষার কোনো ধারা ছিল না। নতুন আইনে এ সংক্রান্ত একটি ধারা সংযোজন করা হয়েছে। বোর্ডের পক্ষে ফাউন্ডেশন যথাযথভাবে তহবিলের হিসাব সংরক্ষণ করবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করবে। মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রত্যেক বছর তহবিলের হিসাব-নিরীক্ষা করবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের ওপর একটি করে অনুলিপি সরকার ও বোর্ডের কাছে পেশ করবেন। হিসাব নিরীক্ষা প্রতিবেদনের ওপর কোনো আপত্তি উত্থাপিত হলে তা নিষ্পত্তির জন্য বোর্ড যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তহবিলের অর্থ ব্যবস্থাপনা ইসলামি শরিয়াহ মোতাবেক হয়েছে কি না তা নিরীক্ষা ও যাচাই করার জন্য বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জাকাত বোর্ডের প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত সকল ব্যয় সরকার বহন করবে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img