উম্মে আম্মারা ইভা, ঢাকা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচবাড়িয়াতে জঙ্গি আস্তানায় বিস্ফোরক আছে এমন সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঘটনাস্থলে ঢাকা থেকে সোয়াত ও বম্ব ডিসপোজাল ইউনিটের টিম এসে পৌঁছেছে।
অভিযানের আগে সিটিটিসি প্রধান মোহাম্মাদ আসাদুজ্জামান বলেন, ‘ আস্তানায় একটি অভিযান হবে। বিস্ফোরক আছে এরকম সন্দেহ করছি আমরা, এজন্য বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে।’
সন্ধ্যা থেকে ঐ বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানান সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
সিটিটিসির পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানান, ‘একতলা একটি বাড়ির ভেতরে আইইডি রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাড়িটি ভেতর থেকে লাগানো হওয়ায় ভেতরে কেউ আছে কি না তা নিশ্চিত হওয়ার পর অভিযান হবে।’
বাড়িটির আশপাশে মসজিদসহ অন্যান্য বাড়ি আছে, সেখান থেকে বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে বলে জানান সিটিটিসির পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার।
এদিকে জঙ্গিরা গোপনে শক্তি বাড়াচ্ছে বলে এ মাসের শুরুর দিকে আশঙ্কা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এমনও হতে পারে অতিগোপনে নিজেদের শক্তি বাড়াচ্ছে জঙ্গি’রা।’
জঙ্গিদের নীরবতা অন্য কোনো ভয়াবহ ঘটনারও ইঙ্গিত হতে পারে বলেও মন্ত্রব্য করেছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তবে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক আছে বলেও জানান সরকারের অন্যতম এ নীতি নির্ধারক।