More

    মাদকসেবনে নিজ বাসায় মিনি-বার পরিমণি, সরবরাহ করতো রাজ: র‍্যাবের মামলা

    র‍্যাব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ৮ টি বোতল প্লাটিনাম লেভেল, ৩ টি ব্ল্যাক লেভেল, ২ টি সিভাস সিগ্যাল, ২ টি ফক্স গ্রোভ, একটি ব্লু লেভেল, ২ টি গ্ল্যানলিভেট, একটি গ্ল্যানফিডিচ বোতল অভিনেত্রী পরীমণির বাসা থেকে গতকালের অভিযানে জব্দ করেছে র‍্যাব।

    নিজস্ব প্রতিবেদক

    অভিনেত্রী পরিমণি’কে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পরিমণির বাসা থেকে জব্দকৃত মালামালের তালিকা দিয়েছে র‍্যাব। এসময় র‍্যাব পরিমণিকে এসময় মাদক সরবরাহে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক নজরুল ইসলাম রাজ জড়িত বলে জানিয়েছে।

    বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন শেষে র‍্যাব পরিমণি ও পরিচালক রাজকে নিয়ে বনানী থানায় গিয়েছে, এ ঘটনায় র‍্যাব বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করেছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মামলা দায়ের করা হয় বলে প্রভাতী সংবাদকে নিশ্চিত করেছেন ।

    র‍্যাব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ৮ টি বোতল প্লাটিনাম লেভেল, ৩ টি ব্ল্যাক লেভেল, ২ টি সিভাস সিগ্যাল, ২ টি ফক্স গ্রোভ, একটি ব্লু লেভেল, ২ টি গ্ল্যানলিভেট, একটি গ্ল্যানফিডিচ বোতল অভিনেত্রী পরীমণির বাসা থেকে গতকালের অভিযানে জব্দ করেছে র‍্যাব।

    এ ছাড়া এই অভিনেত্রীর বাসা থেকে ৪ গ্রাম আইস ও এক স্লট ভয়ংকর মাদক এলএসডি ও একটি বং পাইপ জব্দ করার কথাও জানিয়েছে র‍্যাব।

    অন্যদিকে এ সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানিয়েছে, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক নজরুল ইসলাম রাজের অফিস থেকে বিপুল মদ উদ্ধার করা হয়েছে। ৭ বোতল গ্ল্যানলিভেট, ২ টি গ্ল্যানফিডিচ, ৪ টি ফক্স গ্রোভ, একটি প্লাটিনাম লেভেল পরিচালক রাজের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

    এর বাইরে সিসায় ব্যবহৃত চারকোলের একটি প্যাকেট, ২ সেট সিসার সরঞ্জাম, দুই ধরনের সিসা তামাক, সিসা সেবনের জন্য ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েলের একটি রোল, ৯৭০ পিস ইয়াবাও পরিচালক রাজের বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

    যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বেআইনি সরঞ্জাম, একটি সাউন্ড বক্স ও দুটি মোবাইল ফোন এবং একটি মেমোরি কার্ড পরিচালক রাজের বাসা থেকে এসময় উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব।

    ‘‘ব্ল্যাকমেইল’ করে মোটা অংকের টাকা নিতেন পরীমনি

    প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) দাবি করেছে ‘ব্ল্যাকমেইল’ করে মোটা অংকের টাকা নিতেন পরীমনি।

    আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র‍্যাব বলেছে, বিভিন্ন পার্টিতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ট হয়ে বিপুল অর্থ আয় করেছেন অভিনেত্রী পরিমণি।

    চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং মিশু হাসানের হাত ধরে পরীমনি অর্থের ‘মোহে ডুবে যান’ পড়েছেন বলে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পরিমণি দিয়েছেন দাবি র‍্যাবের।

    গতকাল বুধবার রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান শেষে র‍্যাবের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় পরিমণিকে। এই অভিনেত্রীর বাসায় অভিযান শেষ হওয়ার পরে বনানীতেই চলচ্চিত্র পরিচালক রাজকে চালিয়ে আটক করে র‍্যাব।

    র‍্যাব হেডকোয়ার্টারে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী পরিমণিকে।

    র‍্যাব হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদে পরিমণি জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থের কারণে উশৃঙ্খল জীবনযাপন করতে শুরু করেন এ অভিনেত্রী। বিভিন্ন মহলের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছেন নানা বিতর্ক ও আলোচনার জন্ম দেওয়া পরীমনি।

    প্রভাবশালী ব্যবসায়ী, রাজনিতীবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন পেশায় মানুষ এ তালিকায় আছে বলে জানিয়েছেন পরিমণি।

    অ্যালকোহল চাহিদা মেটাতে বাসাতেই মিনিবার করেন পরিমণি

    বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে র‍্যাব বলেছে, নিজের অ্যালকোহলের চাহিদা মেটাতে পরীমনি নিজ বাসাতেই ‘মিনি বার’ করেছিলেন পরিমণি।

    র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বিভিন্ন বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ও আইস পাওয়া গেছে পরীমনির বাসার মিনি বারে, তাকে জিজ্ঞাসাবাদে এ তথ্য র‍্যাব পেয়েছে’।

    ‘জিজ্ঞাসাবাদে র‍্যাব আরও জানতে পেয়েছে, ২০১৬ সালে অ্যালকোহলে আসক্ত হন তারপর চাহিদা মেটাতেই এ মিনি বার বানান পরিমণি। বিভিন্ন সময় তার বাসায় ডিজে পার্টির আয়োজন করতেন, পরিচালক রাজ এ মিনি বারে মদ পৌঁছে দিত।’

    অভিযান শেষে আটক পরিমণি

    বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বাসায় সুনির্দিষ্ট অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান চালিয়েছে।

    পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মদ উদ্ধার করার পরে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে তাকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

    বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে পরীমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে এ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

    মামলা করবেন ব্যবসায়ী নাসিরও

    র‍্যাবের অভিযানে আটক হওয়া অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে দ্রুতই মামলা করবেন বলে জানিয়েছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

    বুধবার বিকেলে পরীমনির বাসায় র‍্যাবের অভিযানের সময় এসব কথা জানান তিনি।

    এর আগে পরীমনি গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকি দেয়ায় ১৪ জুন তিনি সাভার থানায় মামলা করেন নাসির ও অমির বিরুদ্ধে। সেই মামলায় সারাদেশে তোলপাড় পড়ে যায়। মামলার পরপরই নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।

    ১ জুলাই জামিনে মুক্তি পান নাসির উদ্দিন মাহমুদ। অবশ্য তিনি শুরু থেকেই তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img