প্রভাতী সংবাদ ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বাসিন্দারা সরে যেতে চাইলে বাধা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় বিবিসি। খবরে বলা হয়, কিয়েভের যেসব বাসিন্দা শহর ছেড়ে ভাসিলকিভের যেতে চান তাদের বাধা দেওয়া হবে না।
রাষ্ট্রীয় টেলিভিশনে ইউক্রেনে রাশিয়ার হামলা সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়ার সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ প্রস্তাব দেন।
তিনি বলেন, বেসামরিক নাগরিকরা শহর ছাড়তে চাইলে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হবে না।
দ্বিতীয়বারের মতো রাশিয়া কিয়েভ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার প্রস্তাব দিল। এর আগে সোমবার কোনাশেনকভ একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি সে সময় বলেছিলেন, ভাসিলকিভের দিকে যাওয়ার পথ ‘খোলা ও নিরাপদ’।
কিন্তু আগ্রাসন শুরুর পর থেকে এ ভাসিলকিভ শহরেই মুহুর্মুহু গোলাবর্ষণ করছে রাশিয়া। এর আগে কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছিল রাশিয়া। এ হুঁশিয়ারি দেওয়ার পর মঙ্গলবার কিয়েভে হামলা চালায় মস্কো।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।