More

    মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে শেন এর শেষকৃত্য

    প্রভাতী সংবাদ ডেস্ক:

    মেলবোর্ন ভিত্তিক ট্যাবলয়েড পত্রিকা দ্যা হেরাল্ড সানের জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।

    পত্রিকাটি আরও জানিয়েছে, শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে অনেকের মধ্যে আরো উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভিক্টোরিয়া রাজ্যপ্রধান ড্যানিয়েল অ্যান্ড্রিউজ প্রমুখ।

    শেন ওয়ার্নের জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটে হাতেখড়ি সবই মেলবোর্নে। এই শহরকে তিনি যেমন অনেক ভালোবাসতেন, তেমনি তাকেও অনেক ভালোবাসতো এই শহরের সব মানুষ। এমসিজির একটি স্ট্যান্ডের নাম শেন ওয়ার্ন স্ট্যান্ড করা হবে বলে ধারণা করছেন অনেকেই।

    উল্লেখ্য, এই কিংবদন্তি ক্রিকেটার ছুটি কাটাতে অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ডে এসেছিলেন। এখানেই তিনি গত শুক্রবার (৪ মার্চ) মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা নিশ্চিত করেছিল শেন ওয়ার্ন হার্ট অ্যাটাকে মারা গেছেন ।

    তিনি ক্রিকেটার হিসাবে ক্যারিয়ারে ১৪৫ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭০৮টি। টেস্ট ক্রিকেটের ইতিহাসের তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। শেন এর চেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তিনি ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। এছাড়া ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে শেন ওয়ার্ন দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরাও হয়েছিলেন।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img