বিনোদন সংবাদদাতা:
নতুন প্রজন্মের কন্ঠে গান নিজের গান। সরাসরি দেখা হয়নি কখনো। অথচ গানের মধ্যেই বাবার উপস্থিতি রুপম অনুভর করতে পারে। এই অনুভূতিই উঠে এসেছে রুপমের নিজের ফেসবুক প্রোফাইলে।
গত জুলাই ০৬, ২০২১ মঙ্গলবার রূপম একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ওয়ালে। ভিডিওতে দেখা যাচ্ছে রুপমের ছেলে গান গাচ্ছে ৷ ভিডিওতে ক্যাপশান লিখেছে রূপমের স্ত্রী রূপসা ৷ রুপসা ক্যাপশানে যা লিখিছে তা হুবহু তুলে ধরা হলো-
”আজ রুপমের মায়ের জন্মদিন । তার বয়স আজ ৭৬ হতো । রুপের জন্মের ১৮ বছর আগে তিনি মারা যান, রুপম এর ১৮ তম জন্মদিনের ঠিক এক সপ্তাহ পরে। এই গানটি তার লেখা, রুপমের বাবা সুর করা এবং ৮০’র দশকে কিড রুপমের গাওয়া ।আজ রুপ আমার মোবাইলে এই গানটি রেকর্ড করে বাবাকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । রুপম কথা দিয়েছে তাকে পুরো গানটা শিখাবে এবং আশা করি আমরা খুব শীঘ্রই রুপের ইউটিউব চ্যানেল থেকে গানটি আপলোড করতে পারবো ।
বলা বাহুল্য, রুপম রুপের সাথে অনেক খুশি ছিল ।”
-Rupsha
রুপমের মায়ের লেখা একটি গানে সুর দিয়েছিলো রূপমের বাবা ৷ সেই গানে কন্ঠ দিয়েছিলেন রূপম নিজে ৷
এ বার সেই গানটিই তার ছেলে রূপের গলায় ৷ রূপ মনোবাসনা ছিল সে বাবার ছোটবেলাকে ফিরিয়ে আনবে ৷ এ কারনেই এই গানটাই সে বেছে নিয়েছে ৷
গানটি রেকর্ড করলো তার মায়ের মোবাইলে ৷ ছেলে রুপের থেকে অপ্রত্যাশিত এই উপহারে ব্যপক খুশি রুপম৷ সাথে সাথেই কথা দিয়েছেন রুপম, রূপকে পুরো গানটা তিনি শিখিয়ে দেবেন ৷
ভিডিওটি দেখে প্রচন্ড উচ্ছ্বসিত রুপমের নিকটজনেরা ৷ গানের কথা ও সুর মুগ্ধ করেছে তাঁদের সবাইকে ৷
রূপম এর প্রয়াত মায়ের জন্মদিন স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা ৷ রূপের মধ্যে অনেকেই খুঁজতে চাচ্ছেন আগামীর রুপম।