প্রভাতী সংবাদ ডেস্ক:
‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’বাড়ানোর লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের জন্য বই কেনার জন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা করা হয়। সেই তালিকায় স্থান পেয়েছিল মো. নবীরুল ইসলামেরই ২৯টি বই। যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বিভিন্ন মহলের সমালোচনার মুখে বাতিল করা হয়েছে সেই বিতর্কিত বইয়ের তালিকা ।
আ্জ সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। এ নিয়ে একটি কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।
উল্লেখ্য যে, এর আগে সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতি মুহূর্তের খবর পেতে ফলো করুন আমাদের Google News, Facebook, Twitter, Linkedin এবং Instagram পেজ