নিজস্ব প্রতিবেদক
এবছর অমর একুশে বইমেলা দুই সপ্তাহ দেরিতে অর্থাৎ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। চলমান করোনা পরিস্থিতির কারণে এমনটা হয়েছে।
এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা রবিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমকে বলেছিলেন, অফিসিয়ালি এখনো চিঠি হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। চিঠি হাতে এলেই সবাইকে জানানো হবে।
এবারের গ্রন্থমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী।’