প্রভাতী সংবাদ ডেস্ক:
ঈদ-উল ফিতর সমাগত। তার আগেই ফেরি পারাপারের অপেক্ষায় আছে হাজারো যান। পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত ৮ কিলোমিটার ও আরিচা থেকে উথলীর মোড় পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানিয়েছেন,পাটুরিয়া-দৌলদিয়া নৌ-রুটে চলাচলরত ১৯টি ফেরির মধ্যে যমুনা ও বনলতাসহ ৩টি ফেরি বিকল হয়ে রয়েছে।
আরিচা-নগরবাড়ি নৌ-রুটে মাত্র ৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদ মৌসুমে যাত্রীবাহী বাস ও কোচকে প্রাধান্য দেওয়ায় দুই ঘাটেই ট্রাকের সারি দীর্ঘতর হচ্ছে। পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।
লাইনে দাড়িয়ে থাকা একজন ট্রাকচালক বলেন, গত বুধবার রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাটে এসছি। শনিবার সকাল ৮টা পর্যন্ত ফেরিতে উঠতে পারেননি।