More

    যশোরে মাত্র ২০ টাকার জন্য তিনজনকে কুপিয়ে জখম

    যশোর প্রতিনিধি:

    মাত্র ২০ টাকার জন্যে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের গুরুতর অবস্থায় যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাটি গ্রামের সোবহানের স্ত্রী

    তসলিমা বেগম (৫৫), তার ছেলে সিরাজুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (২২)।

    আহত সিরাজুল জানান,বাড়ির পাশে তার পিতার ছোট একটি ভাজা পোড়ার দোকান রয়েছে। কোরবানি ঈদের দিন তাদের প্রতিবেশী আন্নার জামাই ইসমাইল হোসেন ২০ টাকার বাদাম বাকিতে নিয়ে তার শাশুড়ি আন্না পরিশোধ করবেন জানান। গত ১৬ সেপ্টেম্বর দোকানি সোবহানের সাথে

    বাড়ির সামনে আন্নার দেখা হয়। তখন পাওনা ২০ টাকা চাইলে ক্ষিপ্ত হন আন্না। এক পর্যায় প্রতিবেশী আমিনুর, শামিনুর, নজরুল, আন্না, রোজিনাসহ সাত-আটজন সোবহানের বাড়িতে হামলা করে সিরাজুল, তসলিমা ও শফিকুলকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে পরিবারের

    লোকজন তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ২০ সেপ্টেম্বর রাতে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

    হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রহিম মোড়ল জানান, আহতদের মধ্যে তসলিমার অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ছয়টি সেলাই রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে যে কোনো সময় তার অবস্থার অবনতি হতে পারে।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img