যশোর ব্যুরো :
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) উপজেলা চত্বরে ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে দন্ডপ্রাপ্ত আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও সকল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন গুলোর নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রুবেল, এইচএম ফিরোজ, রাথিক মৃধা, তরুন তানভির তমাল, শিশির ওয়াহিদ, ইমরান খান, তামিম হোসেন, আশরাফুল ইসলাম শিহাব, সাজ্জাদ হোসেন, তরিকুল ইসলাম, মিহিন, সোহেল রানা, আলিফ হোসেন, রাসেল মল্লিক, দেলোয়ার হোসেন, রেজা, সুমন, শাওন প্রমুখ।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক অমেদুল ইসলাম সহ আরো অনেকে।