প্রভাতী সংবাদ ডেস্ক:
তুরস্কের পরিবর্তিত নাম আন্তর্র্জাতিক পরিসরে ‘তুর্কিয়ে’ হিসেবে পরিচিত হবে। বিশ্বে ‘টার্কি’ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের মানুষ একে তুরস্ক হিসেবেই জানে।
নাম পরিবর্তনের জন্য তুরস্ক কর্তৃক আনুষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ ‘তুর্কিয়ে’ নামটি গ্রহণ করেছে। প্রেসিডেন্ট রজব তাইয়ের এরদোগান এর মতে তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম।
তিনি গত বছর থেকেই এই নতুন নামকরণের প্রচারণা শুরু করেন। ফলে তুরস্কের বেশিরভাগ মানুষ এরই মধ্যে তাদের দেশকে তুর্কিয়ে হিসেবে জানে এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তখন থেকেই তুর্কিয়ে শব্দটি ব্যবহার শুরু করে।
নাম পরিবর্তনের কারণ হিসেবে জানা যায়, ‘টার্কি’ শব্দটি বড়দিন, ইংরেজি নববর্ষ এবং থ্যাঙ্কসগিভিং ডে-এর সাথে সম্পৃক্ত একটি পাখির নাম।
এছাড়া ক্যামব্রিজ অভিধানে এর অন্যতম অর্থ হচ্ছে – ‘যে জিনিস চরমভাবে ব্যর্থ’ অথবা ‘বোকা ব্যক্তি’।