যশোর প্রতিনিধি:
যশোর পৌরপার্কের পুকুরে গোষল করতে নেমে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভির ফারহান শুভ (১৮)।
শুক্রবার বিকালের দিকে ৩ বন্ধুকে নিয়ে পুকুরে নামে ফারহান শুভ ও পৌরপুকুরের একপাশ থেকে অন্য পাশে যাওয়ার উদ্দেশ্যে সাঁতরে যায় তারা, তার সাথে থাকা বন্ধুরা পৌরপুকুরের একপাশ থেকে অন্যপাশে চলে গেলেও পানিতে ডুবে যায় ফারহান শুভ।
বন্ধুরা কিছু সময় পানিতে খোঁজাখুজি করে না পেয়ে ফারহান শুভর বাড়িতে খবর দেয়।
যশোর শহরের আরবপুর এলাকার বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেন ছেলে ফারহান শুভ’র ডুবে যাওয়ার সংবাদে পৌরপুকুরে আসেন এবং শুভকে উদ্ধারের জন্য পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানান।
বিকাল ৪টা থেকে ফায়ার সার্ভিস এর কর্মী ও ডুবুরিরা অনেক চেষ্টার পরও শুভকে উদ্ধার করতে না পেরে রাত ৮টার দিকে তাদের উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় পরের দিন সকালে শুরু করবেন বলে।
এরপর শুক্রবার রাত ১১টার দিকে অভিযান শুরু করে নৌবাহিনীর ডুবুরি দল।
লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল ইসলামে নেতৃত্বে সাত সদস্যে একটি দল এই অভিযান চালায় প্রায় তিন ঘন্টা অভিযানের পর রাত ২টার দিকে ডুবুরি সাব্বির আহমেদ ফারহানের নিথর মৃত দেহ উদ্ধার করে।
যশোর শহরের আরবপুর এলাকা মর্মান্তিক মৃত্যুর শিকার ফারহান শুভর বাসায় গিয়ে জানা যায় শনিবার ভোরেই তার পরিবারের সদস্যরা মরদেহ তাদের গ্রামের বাড়ি রঘুনাথপুরে নিয়ে গেছেন, সেখানেই তার দাফন করা হবে।
ফারহান শুভদের পাশের বাড়ির ভাড়াটিয়া যশোর বিএএফ শাহিন কলেজের শিক্ষক আবু তাহের জানিয়েছেন, মৃত শুভকে খুব সকালে তাদের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তিনি জানেন।
ফারহান শুভ চাচা মফিজুর রহমান জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল ফারহান শুভর।
শুক্রবার ফারহান শুভ তার কয়েক বন্ধুদের নিয়ে পৌরপার্কের ভিতরে ফুটবল খেলেন ও বিকালে গোসলের উদ্দেশ্যে পৌর পুকুরে নামেন।
এসময়ে বন্ধুরা পানি থেকে উঠে আসলেও ফারহান শুভ পানিতে ডুবে মারা যান।
তবে পুলিশ প্রশাসন ঘটনার সঠিক কারন তদন্তে শুভর ২ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন।