More

    পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামী নাসির সহ গ্রেপ্তার ৫

    নিজস্ব প্রতিবেদক:

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নাসির ইউ আহমেদসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করেছে ডিবি।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সোমবার বেলা সোয়া ৩টার দিকেএ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, অভিযানে নেতৃত্বে দেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ।

    জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি ধষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পরে তার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে পরিমনি’র বনানীর বাসার সামনে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৫ সদস্যের পুলিশ দল অবস্থান করছে।

    এদিকে পরীমনিকে ধর্ষণচেষ্টার ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে নথি নিয়ে রাজধানীর রূপনগর থানা থেকে পুলিশ সদস্যরা পৌঁছেছেন সাভার থানায়।

    বনানী থানা ওসি নূরে আযম মিয়া বলেন, ‘নায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। সেই অনুযায়ী আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি। পরবর্তীতে তার কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা নিশ্চয়ই সে অনুযায়ী ব্যবস্থা নিব।’

    গণমাধ্যমের কাছে পরীমনি দাবি করেন, তিনি অভিযোগ নিয়ে বনানী থানায় গিয়েছিলেন। তবে বনানী থানার ওসি নূরে আজম রোববার রাত ১২টার দিকে বলেন, ‘এমন কোনো অভিযোগ আমাদের থানায় আসেনি।’

    নাসির ইউ মাহমুদের পরিচয়

    নাসির ইউ মাহমুদ বা নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান। উত্তরা ক্লাব লিমিটেডের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান।

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img