More

  হাসপাতালে নুসরাত সঙ্গে যশ

  প্রভাতি সংবাদ ডেস্ক :

  সন্তান জন্ম দিতে বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নুসরাত। সঙ্গে আছেন তার বর্তমান জীবনসঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত।

  প্রথমে শোনা গিয়েছিল, সেপ্টেম্বরে মা হবেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কিন্তু সপ্তাহ দুয়েক আগে জানা যায়, চলতি মাসের শেষেই পৃথিবীতে আসবে নতুন অতিথি। সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে।

  ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সব ঠিক থাকলে বৃহস্পতিবার সন্তান জন্ম দেবেন। এ খবর ছড়াতেই জোর জল্পনা ইন্ডাস্ট্রি এবং অনুরাগী মহলে। নুসরাত জাহান তার চিকিৎসকের কাছে দাবি করেছিলেন, সন্তান জন্মানোর সময় যশ দাশগুপ্ত যেন তার পাশে থাকেন। সেই মতো বুধবার যশই সঙ্গে করে হাসপাতালে নিয়ে গেছেন নুসরাতকে।

  খবর যদি সত্যি হয়, তবে আর মাত্র এক দিন বাকি জনপ্রিয় এই নায়িকার সন্তান পৃথিবীর আলো দেখার। কিন্তু এখনো তিনি প্রকাশ করেননি এ সন্তানের বাবা কে। যদিও কারোই জানতে বাকি নেই যে, অনাগত সন্তানের বাবা আর কেউ নন, যশ দাশগুপ্তই। এই অভিনেতার সঙ্গেই এক বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছে নুসরাত। তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

  এদিকে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই বিবৃতি দেন নায়িকার স্বামী নিখিল জৈন। তিনি দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। কারণ প্রায় দেড় বছর ধরে তিনি ও নুসরাত আলাদা থাকছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই ধরেই নিয়েছেন, নায়িকার সন্তানের বাবা যশই।

  এদিকে নুসরাত এবং তার প্রেমিক যশের ইনস্টাগ্রাম স্টোরি বলছে, মঙ্গলবারও তারা একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। যদিও বরাবরের মতো এবারও নেটমাধ্যমে কোনো ছবি দেননি তারা। তার বদলে যশ এবং নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় একই রেস্তোরাঁর ছবি।

  সেখানে একই রাঁধুনিকে খাবার তৈরি করতে দেখা যাচ্ছে। প্রায় একই সময়ে দুজনের প্রোফাইলে একই জায়গার ছবি দেখে নেটাগরিকদের বিষয়টি বুঝে নিতে অসুবিধা হয়নি যে, তারা একসঙ্গেই খেতে গিয়েছিলেন। এখন দুজন অপেক্ষায়, কখন তাদের সন্তান পৃথিবীতে আসে।

  © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
  / month
  placeholder text

  সর্বশেষ

  রাজনীাত

  বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

  প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

  আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  আরো পড়ুন

  Leave a reply

  Please enter your comment!
  Please enter your name here

  spot_imgspot_img