প্রভাতী সংবাদ ডেস্ক:
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে।
এর মধ্যে রয়েছে জ্বালানি তেল থেকে শুরু করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই কঠিন অবস্থায় শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে জাতিসংঘের দুই সংস্থা- খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি।
শ্রীলঙ্কার চলমান এবং ক্রমবর্ধমান সংকট থেকে উত্তোরণের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এএফও) প্রতিনিধি বিমলেন্দ্র শরণ এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর আবদুল রহিম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জিএল পিয়ারসি।
খাদ্য নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা প্রদানের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই সময় সরকারের সমস্যার চ্যালেঞ্জের দিকটি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে জাতিসংঘের দুই প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে সর্বোচ্চ সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি।
শ্রীলঙ্কার এই কঠিন সময়ে সরকারকে দিক নির্দেশনা দিয়ে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এএফও এবং ডব্লিউএফপি দুই প্রতিনিধিকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকায় জ্বালানি পণ্য ক্রয়ের জন্য ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ চাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা।