প্রভাতি সংবাদ ডেস্ক:
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এরই মধ্যে দেশটি ঋণ খেলাপি হওয়ার ঘোষণাও দিয়ে দিয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে। এই অবস্থার জন্য সরকারকে দায়ি করে বিক্ষোভ করছে জনগণ। বুধবার রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে স্থায়ী বিক্ষোভ ক্যাম্প স্থাপন করেছে তারা।
শনিবার দেশটিতে প্রবল বৃষ্টিপাতের মধ্যেও জড়ো হয়েছে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালানোর ঘোষণা দিয়েছে তারা।
শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোর বিভিন্ন আভিজাত এলাকায় তাবু খাটিয়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। তাদের সহায়তায় এরই মাঝে অনেকেই এগিয়ে এসেছে। তাদের জন্য পানি, খাবার, ওষুধ এমনকি ভ্রাম্যমান টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে।
দেশের দুর্দিনে নারী, পুরুষ, শিশু এমনকি রাজনৈতিক পক্ষপ্রতিপক্ষরাও স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছে।