মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের বাড়ইখালি গ্রামের মৃত মালেক শেখ এর ছেলে মিজান শেখ (৩০) এর বিরুদ্ধে সলেমান বিশ্বাস এর ছেলে জুয়েল রাণাকে (৩২) মারপিটের অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর আহত জুয়েল মাগুরা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহতর বর্ণনা মতে জানা যায় মিজান শেখ প্রায়ই জুয়েল শেখ এর স্ত্রী লিমাকে (২৭) উত্ত্যক্ত করত। বুধবারেও একই অবস্থার সৃষ্টি হয়। এসময় লিমার শ্বাশুড়ি জরিনা বেগম প্রতিবাদ করলে তখন মিজান লিমা ও তার শ্বাশুড়ীর ওড়না ধরে টান দেয় এবং একটি সোনার চেইন নিয়ে নেই। এপর্যায়ে লোকজন জড় হয়ে যায়। তখন লিমার আহত স্বামী জুয়েল রাণা ঘুম থেকে উঠে এলে তাঁকে মিজান ক্ষুর দিয়ে পিঠের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত আঘাত করে। এসময় মিজানের সাথে ছিল তার বড় ভাই চান্দু শেখ (৪৫) এবং ভগ্নিপতি জাফর শেখ। তখন গ্রামের মাতবর আকবর সাহেব উপস্থিত হন। অবস্থা খারাপ হবে বলে মাতবর আকবর সাহেব মিজান শেখ কে একটি ঘরে আটকে রাখেন।
শত্রুজিতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস, আই আবুল কাসেম সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান মিজানের ভগ্নিপতি জাফর শেখ ফোন করে ব্যাপারটা জানালে তিনি ঘটনাস্থলে যান। তিনি জানতে পারেন ডিশ ব্যাবসায়ী মিজান এবং সোহাগ নাম করে দুজন ভাড়া আদায় করতে গেলে সোহাগকে পাঠান এবং মিজান দূরে দাড়িয়ে ছিলেন এটা জেনেছেন মাতবর সাহেবের মাধ্যমে। তখন তিনি মিজানকে ধরে এনে মাগুরা সদর থানায় প্রেরণ করেন এবং অভিযুক্ত অন্য দুজনকে গ্রেফতারের চেষ্টা করছেন।
প্রতি মুহূর্তের খবর পেতে ফলো করুন আমাদের Google News, Facebook, Twitter, Linkedin এবং Instagram পেজ