যশোর প্রতিনিধি:
ভারত থেকে ইছামতী নদী পার হয়ে আসা একটি চিতাবাঘ বেনাপোল সীমান্ত দিয়ে লোকালয়ে ঢুকে পরে। তাৎক্ষনিক শার্শা উপজেলা বন বিভাগের সদস্যরা ও পোর্ট থানা পুলিশ উদ্ধারে অভিযানে নামেন। কিন্তু বাঘটি ধরতে ব্যর্থ হন তারা। সোমবার ১১টার পর এ ঘটনা ঘটে।
এদিকে, সকালে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। পরে স্থায়ীরা বন বিভাগে খবর দিলে সেখান থেকে চিতা বাঘটি উদ্ধারের চেষ্টা চালায় সংশ্লিষ্টরা।
এসময় স্থানীয়দের ধাওয়ায় বাঘটি প্রাণ বাঁচাতে একটি বড় গাছে উঠে জীবন রক্ষা করে। বাঘটিকে একনজর সরাসরি দেখতে গাছের নিচে ভির করে এলাকার ছোট বড় সব শ্রেণির মানুষ।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, বাঘটি উদ্ধারে বন বিভাগ ও তারা যথেষ্ট চেষ্টা করেন। কিন্তু এক পর্যায়ে বাঘটি পাশের একটি আখ ক্ষেতে চলে যায়। পরে আর বাঘের সন্ধান পাওয়া যায়নি।