যশোর প্রতিনিধি:
বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে ছাই। শুক্রবার (১৫ এপ্রিল) ভোর রাতে সেহরি খাবার সময় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে।
প্রত্যক্ষদর্শী বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নম্বর শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক পুড়ে যায়।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পণ্য চালানটি বুধবার ভারত থেকে পাঁচটি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক তেরপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি।
উল্লেখ্য, ৫ মাস আগে ব্লিচিং ভর্তি অনুরূপ ভারতীয় একটি ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের দাবি ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।