শ্যামনগর প্রতিনিধি:
গত ১২ জুন (রবিবার) সকাল ১১ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি শাহবাজ আলীর সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সাধারন সম্পাদক ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক হারুণ-অর-রশিদ, কোষাধ্যক্ষ পারুল আক্তার, সদস্য নিলীমা চক্রবর্তী, সদস্য কৃষিবিদ জাহিদ হাসান সহ ফোরমের অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এখানে টিকে থাকতে অভিনব কৌশল গ্রহণ করা প্রয়োজন। টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি নিশ্চিত করতে না পারলে উপকূলে মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। আগামী তিন মাসে উক্ত ফোরামের একটি পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে।