লালমনিরহাট প্রতিনিধি:
ভারী বৃষ্টিপাতের সাথে উজানে পাহাড়ি ঢল নামায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে,পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ডালিয়া পয়েন্টের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯জুন) উত্তর বঙ্গের বৃহত্তর সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী পয়েন্টে দুপুর ২টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ সেন্টিমিটার। বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার নীচ দিয়ে।
নদী তীরবর্তী গ্রামবাসী জানান, গত কয়েকদিন ধরে উজানে ভারী বর্ষন ও পাহাড়ি ঢল নেমে আসায় ভারতের গজল ডোবা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়,পানির চাপ সামলাতে গজল ডোবা ব্যারেজ কতৃপক্ষ সকল গেট খুলে দিলে তিস্তা নদীর দোয়ানী পয়েন্টে পানি বৃদ্ধি পায়। পানির চাপ সামলাতে দোয়ানী পয়েন্টের ৪৪টি গেট ব্যারেজ কতৃপক্ষ খুলে দেয়, এতে তিস্তা নদীর দুপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকলে তিস্তার পানি আরো বৃদ্ধি পাবার আশংকা রয়েছে।
প্রতিবছর উজান থেকে নেমে আসা ঢলে বিপুল পরিমান পলি নিয়ে আসে। এই পলির কারনে নদীর নাব্যতা ধীরে ধীরে সংকটে পড়েছে। ফলে সারা বছর পানির অভাবে নদী ধু ধু বালুচরে পরিনিত হয়। বর্ষা মৌসুমে ভারী বর্ষন আর পাহাড়ি ঢলে নদীর দুকুল ছাপিয়ে ফসলি জমি, বসত বাড়ি জনপদ ধব্বংশ হচ্ছে। তিস্তা পাড়ের মানুষের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে দাবী করে আসছে তিস্তা নদী ঘিরে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে।