More

    পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নেতা খুনের জেরে আগুন- নিহত ১০

    প্রভাতি সংবাদ ডেস্ক:

    ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নেতাকে খুনের জেরে একটি গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনন্দবাজার অনলাইন এ তথ্য জানিয়েছে।

    সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রামপুরহাটে একটি চায়ের দোকানে বসে থাকার সময় বোমার ঘায়ে গুরুতর জখম হন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ভাদুর মৃত্যুর এক ঘণ্টার মধ্যেই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। তাতেই একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। আগুনে আহত চার জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

    বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, একটি বাড়ি থেকেই সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন, ‘তিন চারটি বাড়িতে আগুন লেগেছিল। টিভি বিস্ফোরণে আগুন লাগে। দমকল, পুলিশ গিয়েছিল। পুলিশ তদন্ত করে দেখুক, তার পর বলব।’ তবে উপপ্রধান খুনের সঙ্গে এর যোগ থাকতে পারে বলে মনে করছেন অনুব্রত।

    তিনি বলেন, ‘গতকালের ঘটনার সঙ্গে এর যোগ থাকতে পারে। পুলিশ তদন্ত করে দেখুক। আমি তো ওখানে ছিলাম না। আমি সকালে খবর পেয়েছি। আমি যতদূর খবর পেয়েছি, একটি বাড়িতেই সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।’

    Images 10000 236
    পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নেতা খুনের জেরে আগুন

    তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রে তৃণমূল নেতাকে খুন করে তারপর এই আগুন লাগানো হয়েছে। শান্ত বাংলাতে ইস্যু তৈরি করতে কারা এই কাজ করেছে, তা সকলেই বুঝছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। ওসি ক্লোজড। এসডিওপি অপসারিত। বিশেষ তদন্ত কমিটি গঠিত। এখনও পর্যন্ত ১১ গ্রেপ্তার। তদন্ত চলছে।’

    © এই নিউজ পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো লেখা, ছবি, ভিডিও পূর্বানুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    / month
    placeholder text

    সর্বশেষ

    রাজনীাত

    বিএনপি চেয়ারপারসনের জন্য বিদেশে হাসপাতাল খোজা হচ্ছে

    প্রভাতী সংবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন আবেদনে সরকারের দিক থেকে ইতিবাচক...

    আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আরো পড়ুন

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img