প্রভাতি সংবাদ ডেস্ক:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কলকাতার কালিঘাটে শনিবার রাতে মমতার বাসভবনে ঢুকে পড়েন এক অজ্ঞাত এক ব্যক্তি। বাড়ির দেয়াল টপকে ঢুকে পড়া এই ব্যক্তি সারাদিন বাড়ির প্রাঙ্গণে ছিলেন। রবিবার সকালে পুলিশ সদস্যরা তাকে দেখতে পেয়ে গ্রেফতার করেন।
পুলিশ জানিয়েছে, ‘এক ব্যক্তি সন্দেহজনক উদ্দেশ্যে কোনোভাবে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। পরে নিরাপত্তার রক্ষীদের নজরে এলে ওই ব্যক্তিকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।’
রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। বাড়ির চারিদিকেই থাকেন নিরাপত্তা রক্ষীরা। ওই এলাকায় অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে। কঠোর সুরক্ষাবলয় ভেদ করে একজন ব্যক্তি কী করে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে পড়লেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন তা জানার পাশাপাশি কী উদ্দেশ্য ছিল তাও অনুসন্ধান করা হচ্ছে। নিজের থেকেই এসেছিলেন নাকি কারও নির্দেশে, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক রয়েছে কি না, সেটাও দেখছে পুলিশ।