প্রভাতি সংবাদ ডেস্ক:
কলকাতা বইমেলায় দুই দিনের নানা আয়োজনে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন করছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন।
মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। তারপর হয় দুটি সেমিনার।
বিকেলে অনুষ্ঠিত প্রথম সেমিনারের বিষয় ছিল ’রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর তিনটি বই’। মূল আলোচক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী।
বঙ্গবন্ধুর তিনটি বইয়ের ওপর আলোচনা করেন কবি তারিক সুজাত, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক চিন্ময় গুহ।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
এরপর ’বাংলাদেশ-ভারত বই বিনিময় ও বিপণন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক দ্বিতীয় সেমিনারে মূল আলোচক ছিলেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম, পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং গিল্ডের সভাপতি দে’জ পাবলিশিংয়ের সুধাংশু শেখর দে।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সেমিনারে সভাপতিত্ব করেন। কবিতা আবৃত্তি করেন কবি আসলাম সানী।
কলকাতার বিধাননগরের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে মেলা প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে থিম কান্ট্রি করে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা উদ্বোধন করা হয়।
কলকাতার সেন্ট্রাল পার্কে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ছিলেন বিশেষ অতিথি।
ডেপুটি হাই কমিশন জানিয়েছে, এবারের বইমেলায় বাংলাদেশের থিম ‘মুজিব চিরন্তন’। এই থিমের উপর ভিত্তি করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সৃজনে মননে সশস্ত্র মানবিক দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ’।
বঙ্গবন্ধুর সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে থিম ধরেই নির্মাণ করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।
বাংলাদেশ দিবসের দ্বিতীয় দিনে রয়েছে ‘সোনার বাংলার স্বপ্নযাত্রা: শেখ মুজিব থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার। এরপর বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে দুদিনের আয়োজন।